কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন (Partha Chatterjees Bail Case) নিয়ে দুই বিচারপতি দ্বিমত। নিয়োগ মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের জামিন নিয়ে ভিন্নমত দেখা যায় হাইকোর্টের (Calcutta High Court) দুই বিচারপতির মধ্যে। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের জামিন মঞ্জুর করেন এর বিচারপতি। অন্য বিচারপতি জামিনের বিরোধিতা করেন। যাদের জামিন বাতিল হল তাদের মামলাটি চলে যাবে প্রধান বিচারপতির টিএস শিভগণনমের কাছে। প্রধান বিচারপতি একজন সিনিয়র বিচারপতি নিয়োগ করবেন। সেই সিনিয়র বিচারপতির কাছে এই মামলার শুনানি হবে। তিনি সিদ্ধান্ত নেবেন ওই মামলায় পাঁচজনের জামিনের আবেদন বাতিল হবে না খারিজ হবে। তার সিদ্ধান্তের উপর এই নির্ভর করছে সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের ভবিষ্যৎ। সিবিআই স্পেশাল আদালতে দ্রুত মামলার বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ, জানুন বিস্তারিত
কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডল টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কাজে মিডলম্যান হিসাবে কাজ করেছিলেন। এই চার জনের জামিন নিয়ে একমত দুই বিচারপতিই। সিবিআইয়ের মামলায় তাঁরা জামিন পেলেন। পার্থ চট্টোপাধ্যায়দের জামিন নিয়ে ভিন্নমত দুই বিচারপতির। বিচারপতি অপূর্ব রায় সিং জামিনের বিরোধিতার করার এই মামলার রায় হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গেল। প্রধান বিচারপতি মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। সেখানেই পার্থদের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। জামিন চেয়ে এর আগে একাধিক বার হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ।
অন্য খবর দেখুন