কলকাতা: কথায় আছে মনে জোরে কি না পারে মানুষ। ঠিক তেমন করে দেখাল অভিনেত্রী হিনা খান (Hina Khan)। ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। চলছে কেমোথেরাপি। তবে দমে যাওয়ার পাত্রী নন অভিনেত্রী ৷ স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা চলছে তাঁর ৷ কেমোর কারণে শরীরে অসহ্য যন্ত্রণা ৷ তবুও অদম্য মনের জোর। সেই মনের জোরে ব়্যাম্পে বাজিমাত করলেন হিনা। হাসি মুখে দর্শকদের সামনে কনের সাজে পোজ দিলেন অভিনেত্রী। দেখে নেব সেই মুহূর্তের ছবি…
আরও পড়ুন: লন্ডনে এড শিরানের সঙ্গে মঞ্চে ম্যাজিক্যাল অরিজিৎ
অদম্য তাঁর মনের জোর। অনেকেই জীবনযুদ্ধে সাহস জোগাবে হিনা খানের এই পদক্ষেপ। অনেকেরই অনুপ্রেরণার তিনি। অসুস্থ শরীরেও হাসি মুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী৷ ব্রাইডাল লুকে এক ব়্যাম্প সকলের নজর কাড়লেন তিনি ৷ ব়্যাম্পে কনে সাজে হেঁটে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কনের বেশে ব়্যাম্পে হাঁটছেন হিনা (Hina Khan Stuns Bridal Look)। পরনে লাল লেহেঙ্গা, পায়ে আলতা। আত্মবিশ্বাসের সঙ্গে ব়্যাম্পে হাঁটছেন তিনি। আর মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। যা দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা। শুধু তাই নয়, হিনা খানের এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে। অনেকেই আবার সাহস জোগানোর জন্য হিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি একতা কাপুরের গণেশপুজোয় গিয়েছিলেন অভিনেত্রী। হিনা বলেন, আমার বাবা সবসময় বলতেন, ড্যাডিস স্ট্রং গার্ল ৷ চোখে জল এনো না৷ কখনও নিজের সমস্যা নিয়ে অভিযোগ করো না ৷ নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে শেখো ৷
View this post on Instagram
অন্য খবর দেখুন