নয়া দিল্লিঃ ইজরায়েলের (Israel) উপর একের পর এক হামলা চালিয়ে চলেছে হিজবুল্লা। পাশাপাশি সীমান্তেও ইজরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা সফল ভাবে প্রতিহত করছে তারা। রবিবার মধ্যরাত থেকে সোমবার দিনভর ইজরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে কমপক্ষে ৩৩টি অপারেশন পরিচালনা করেছে যোদ্ধারা। মাঝরাতে ইজরায়েলি সেনারা বর্ডার দিয়ে প্রবেশের চেষ্টা করলে ভারি কামানের গোলা ছোঁড়ে হিজবুল্লা যোদ্ধারা।
আরও খবর পড়ুনঃ ডেনমার্কে বাঙালিদের সবথেকে বড় দুর্গাপুজোর ১২ বছর
একাধিক বার একাধিক জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয় ইজরায়েল ও হিজবুল্লার। ইজরায়েলকে দম ফেলার মতো সময় দিচ্ছে না হিজবুল্লা। হামলায় শত্রু সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। চলতি সপ্তাহে বেশ কয়েকটি সেনা ছাউনিতে হামলা চালিয়েছে হিজবুল্লা। বলা বাহুল্য, খালি হাতে যুদ্ধে নামেনি হিজবুল্লা। ইহুদিদের বধ করতে আটসাঁট কষে মাঠে নেমেছে তারা। হিজবুল্লার ঢাল এত মজবুত আন্দাজ করতে পারেনি ইহুদি সেনানী। বর্তমানে হাড়ে হাড়ে টের পাচ্ছে হিজবুল্লার ভয়াবহতা।
আরও খবর দেখুনঃ