নয়াদিল্লি: ইজরায়েল (Israel) ক্রমাগত হামলা করে চলেছে গাজা (Gaza) ও লেবাননে (Lebanon)। বসে নেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ (Hezbollah)। তারাও সাধ্যমতো প্রত্যাঘাত করে চলেছে। যাতে রাতের ঘুম উড়েছে ইজরায়েলের বাসিন্দাদের। বলা ভালো দুঃস্বপ্নের মতো নভেম্বর চলছে ইজরায়েলিদের। মাসের প্রথম দিনের মতোই দ্বিতীয দিনেও হিজবুল্লাহর মিসাইল হামলায় হতাহত অনেকে। শুধু সীমান্ত সংলগ্ন ইজরায়েলের উত্তরাঞ্চলে নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এবারের টার্গেট দেশের কেন্দ্র। শনিবার ভোরে হিজবুল্লার মিসাইল হামলায় শারণ অঞ্চলের টিরার শহরে আহত কমপক্ষে ১৯ জন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আইডিএফের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর তিনটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া একই দিনে ছোড়া হয়েছে ১৫টি রকেট। কিছু রকেট ইজরায়েল ধ্বংস করলেও বাকিগুলি ইজরায়েলের অধিগৃহীত ভূখণ্ডে ধ্বংসলীলা চালিয়েছে। টিরার শহরের একটি ভবনে রকেট আঘাত করেছে। তাতে ভবনটি ধসে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপের ছবি। ঘটনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন ইহুদিরা। হিজবুল্লাহ জানিয়েছে, তেলআভিভে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে অসংখ্য রকেট। ড্রোন হামলা চালানো হয়েছে উত্তর ইজরায়েলে। একটি ড্রোন নাহারিয়ার শিল্পাঞ্চলে একটি ফ্যাক্টরি ভবনে আঘাত করেছে।
আরও পড়ুন: ইজরায়েল-ইরান যুদ্ধের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা, অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
দেখুন অন্য খবর: