হুগলি: ফিল্মি কায়দায় গাড়ি ছিনতাই। ছানা ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি নিয়ে চম্পট দিল এক দল দুষ্কৃতী। ঘটনায় আতঙ্কে বলাগড় থানার অন্তর্গত খামারগাছি কামালপুর নট্টপাড়া এলাকার বাসিন্দারা। জানা যায়, পেশায় ছানা ব্যবসায়ী দিবাকর ঘোষ এবং তাঁর ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যায় ৩-৪ জন দুষ্কৃতী।
সূত্রের খবর, প্রতিদিনের মতো ছানা বিক্রি করে রাত আটটার সময় বাড়ি ফিরছিলেন দিবাকর ঘোষ। তাঁর বাড়ির বাইরে নিজের বাইকটি রেখে পাওনা টাকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাঁর বাড়ি তৈরি করার মিস্ত্রি। পাওনা টাকা নিয়ে বাড়ির বাইরে যেতেই তিনি দেখেন তাঁর গাড়ি আর নেই। সঙ্গে সঙ্গে তিনি দিবাকরবাবুকে এই বিষয় জানান। তৎক্ষণাৎ ওই ব্যবসায়ী ও তাঁর ছেলে নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। কিছুটা যেতেই দেখেন মুখে গামছা বাঁধা তিন চার জন ব্যক্তি তাঁদের মিস্ত্রির বাইকটি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। ওই অবস্থাতেই দিবাকরবাবু এবং তাঁর ছেলে বাইকটি নিয়ে যেতে বাধা দেয়। তখন দুষ্কৃতীরা মিস্ত্রির গাড়িটি রাস্তায় ফেলে দিয়ে ওই ব্যবসায়ী ও তাঁর ছেলেকে ঘিরে ধরে। এরপর তাঁদের গাড়ি থেকে নামিয়ে তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে রাস্তার মধ্যে বসিয়ে তাঁদের নতুন গাড়িটি নিয়ে সেখান থেকে চম্পট দেয় দোষীরা।
আরও পড়ুন: শারীরিক সম্পর্ক করতে বাধা দেওয়ায় মদ্যপ দেওরের ছুরির কোপ বৌদিকে
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলাগর থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। পুরো এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে বলাগর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীর পরিবার।
দেখুন অন্য ভিডিও: