হুগলি: এবার হুগলিতে এক শিক্ষকের বিরুদ্ধে উঠল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। তবে শুধুমাত্র একজন ছাত্রীর এই অভিযোগ নয়, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ একাধিক ছাত্রীর।
ঘটনাটি ঘটেছে হুগলির মগড়ায় এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। বেশ কয়েকদিন ধরেই ওই শিক্ষক একাধিক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। কিন্তু কোন ছাত্রীই ভয়ে অভিযোগ সামনে আনতে পারছিলেন না। পুরো ঘটনা সম্পর্কে সরব হন ক্লাস ফাইভের এক ছাত্রী। সে সবার সামনে সরব হয় ওই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষক রোবটিক্স ক্লাসে খারাপভাবে স্পর্শ করেন বলে অভিযোগ তোলে ওই ছাত্রী।
আরও পড়ুন: এবার বাংলাদেশ! সংসদে অব্যহত প্রিয়াঙ্কা গান্ধীর ‘ব্যাগ প্রতিবাদ’
গত বুধবার পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন শিক্ষক। সেই ছাত্রী বাড়ি গিয়ে মাকে পুরো বিষয়টি জানান। ছাত্রীর মা ক্লাসের বাকি শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং জানতে পারে অনেক ছাত্রীই ওই শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির শিকার। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরেই পরের দিন সমস্ত অভিভাবক মিলে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিভাবকদের অভিযোগ, সমস্ত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরেও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই গতকাল অর্থাৎ সোমবার মগড়া থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। তবে স্কুলের প্রিন্সিপাল জানান, গোটা ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ পেতেই ওই শিক্ষককে সরানো হয়েছে। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
দেখুন অন্য খবর