হুগলি: সিবিআই বিচার চাই , ফাঁসি চাই, শাসক দলের পদযাত্রা থেকে স্লোগান উঠল। আরজি কর (RG Kar Hospital Incident) কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় পদযাত্রার ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শনিবার জেলায় জেলায় পথে নামল তৃণমূল। পদযাত্রায় পা মেলালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। প্ল্যাকার্ড হাতে, বুকে কালো ব্যাচ লাগিয়ে সিবিআইয়ের(CBI) সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল পথে নামল। আওয়াজ উঠলো, সিবিআই সিবিআই। বিচার চাই বিচার চাই। ফাঁসি চাই ফাঁসি চাই।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মত আজ হুগলিতেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল সংগঠিত করছে তৃণমূল। সাহাগঞ্জ কেওটা ত্রিকোন পার্ক থেকে চুঁচুড়া ঘড়ির মোর পর্যন্ত প্রতিবাদি পদযাত্রা করে তৃণমূল কর্মীরা। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদেই শহর থেকে জেলায় প্রতিবাদের ঝড় উঠেছে। শুক্রবার পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের ফাঁসির দাবি পাশাপাশি বাম বিজেপি তৃণমূল সরকারকে বদনাম করতে চাইছে তারও প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন: ফের কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ীদের
পদযাত্রায় নেতৃত্ব দেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন রচনা বলেন, তৃণমূলের সঙ্গে তাঁর যাত্রা শুরু হওয়ার শুরু থেকেই তিনি ট্রোল হচ্ছেন। এতে তাঁর কিছু যায় আসে না। তিনি আরও বলেন, আমি যেটা বলেছি। সেটা মন থেকে ফিল করেছিলাম বলে বলেছি। আমি একজন শিল্পী। চোখের জলকে ভাবে গ্লিসারিন। অনেকের ঋতুপর্ণা শঙ্খ বাজানো টাকেও ট্রোল করছে। এই পরিস্থিতিতে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে।
অন্য খবর দেখুন