গতকাল ২৪ অক্টোবর সূর্যের স্বাতী নক্ষত্রে প্রবেশ হওয়ার পর থেকেই ছয় রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে গেল। এই ৬ রাশির সামনে প্রচুর রোজগারের হাতছানি। রাহুর রাশিতে সূর্যদেবের প্রবেশ ৬ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। সূর্য এবং রাহু একসঙ্গে এই রাশির জাতকদের দুর্দান্ত উচ্চতা দেবে তাঁদের কর্মজীবনে। বিপুল আর্থিক সুবিধা এবং খ্যাতি পাবেন এই ছয় রাশির ব্যক্তিরা।
সৌভাগ্য অর্জন করবে এই ছয়টি রাশির জাতক!
১) ধনু: প্রথমেই বলতে হবে ধনু রাশির জাতকদের কথা। এই রাশির জাতক-জাতিকারা সূর্যের রাশি পরিবর্তনের কারণে অতি শীঘ্রই অপ্রত্যাশিতভাবে আর্থিক সুবিধা পেতে পারবেন। সৌভাগ্য আপনার পাশে থাকবে। এই রাশির জাতকরা চাকরি এবং ব্যবসায় সেই সাফল্য পেতে পারেন। যা বহুদিন ধরেই তাঁদের জন্য প্রতীক্ষিত ছিল। পাশাপাশি, প্রেম জীবন ভালো যাবে।
২) সিংহ: এরপর বলতে হবে সিংহ রাশির জাতক দের কথা। এই রাশির জাতক-জাতিকাদের জন্যও সূর্যের রাশির যাত্রা অত্যন্ত শুভ। যারা নতুন চাকরি খুঁজছেন তারাও এবার সফলতা পাবেন। ব্যবসায় দারুন উন্নতি হবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। আর মানসিক চাপ কমবে।
৩) বৃষ: রাহুর রাশিতে সূর্যের গমন অত্যন্ত শুভ বৃষ রাশির জাতকদের জন্য। তারা সবাই সর্বোচ্চ সুবিধা পাবেন। কর্মরতরা পাবেন নতুন চাকরি, ও কাঙ্খিত পদ। এর দ্বারা তাঁদের আয়ও বাড়বে। সকল শিক্ষার্থীরা পরীক্ষা-সাক্ষাৎকারে সাফল্য পাবেন। আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে।
৪) মিথুন: সূর্যের রাশি পরিবর্তনের ফলে সৌভাগ্য পাবেন মিথুন রাশির জাতকরা। তাঁদের ধর্ম এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। সন্তানদের জন্য ভালো খবর পেতে পারেন আপনারা। আর পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে। প্রচুর মুনাফা পাবেন ব্যবসায়ীরা, আপনাদের সম্মান বাড়বে।
৫) মীন: সূর্যের রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতকরা উপকৃত হবেন। আপনাদের বেতন বৃদ্ধি পাবে। আপনারা উচ্চ পদ পাবেন। আপনাদের আয় বৃদ্ধি হবে ঋণ ও দারিদ্র্যতা দূর হবে। জটিলতা ও ব্যবসায়িক মন্দা কেটে যাবে।
৬) কুম্ভ: রাহুর রাশিতে সূর্যের রাশি পরিবর্তন করলে কুম্ভ রাশির জাতকদের সব ক্ষেত্রেই সাফল্য আসবে। খুব খুশি হবেন সিনিয়ররা। আপনার পদোন্নতি হবে। আপনি বড় দায়িত্ব পারেন। আর আপনি অপ্রত্যাশিত অর্থ পাবেন। যাবতীয় সমস্যা কমবে।