ওয়েব ডেস্ক: আর এক পা ফেললেই ফেরা হত না। চলন্ত ট্রেনের ফাঁকে পা পিছলে পড়ে যাচ্ছিলেন এক মহিলা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই মহিলা। জানা গিয়েছে, বুধবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ দিল্লির সাহাদরা রেলওয়ে স্টেশনে (Sahadra Railway Station) ঘটে এই ঘটনা। চলন্ত ট্রেনের ফাঁকে পা পিছলে পড়ে যান মহিলাটি, সেই সময়ই তাঁকে টেনে বের করে আনেন রেল পুলিশের কনস্টেবল (Police Constable) পূনম কুমারী (Punam Kumari)। বরাত জোরে প্রাণ বাঁচে তাঁর।
বুধবার রাতে কালিন্দি এক্সপ্রেস (Kalindi Express) ১৪১১৮ সাহাদরার ৩ নম্বর প্ল্যাটফর্ম (Platform) থেকে ছেড়ে যাচ্ছিল। সেই সময় বেশ কয়েকজন যাত্রী দৌড়ে উঠতে যান ট্রেনে। তাঁদের মধ্যে ছিলেন ওই মহিলাও। ওঠার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ভারসাম্য হারিয়ে ফাঁকে পড়ে পা ঢুকে যায় মহিলাটির। সেই সময় ডিউটিতে থাকা রেল সুরক্ষা বাহিনীর (RPF) কনস্টেবল পূনম কুমারী সঙ্গে সঙ্গে দৌড়ে যান ও ওই মহিলাকে প্ল্যাটফর্মের দিকে টেনে আনেন।
🚨 Heroic Act in Delhi!
A major tragedy was averted at Shahdara Station thanks to the quick action of an RPF lady constable.
Her promptness saved the day and countless lives.
Let’s salute our real-life heroes! 🇮🇳#Delhi #Shahdara #RPF #IndianRailways #ViralNews pic.twitter.com/UimKY3mSAu
— Ashutosh Dhar Dubey 🇮🇳 | Journalist (@DankDubey) July 3, 2025
আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টি, ধস, হড়পা বান! হিমাচলে বানভাসি বন্যার বলি ৬৩
ইতিমধ্যেই এক্স হ্যাণ্ডেলে একটি ভিডিও ভাইরাল, যেখানে ঘটনার সময়ের পুরো ছবি পরিস্কার। রেলের তরফে রেল সুরক্ষা বাহিনী পূনমের সাহসিকতার প্রশংসা করা হয়েছে। এই ঘটনার পর উত্তর রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে। চলন্ত ট্রেনে ওঠা বা নামার সময় ঝুঁকি না নিতে, এবং ট্রেন সম্পূর্ণ থামার পরেই উঠতে বা নামতে অনুরোধ করা হয়েছে।
দেখুন অন্য খবর