আলিপুরদুয়ার : সম্প্রতি মৃত্যু হয়েছে সন্তানের। ছেলের শেষকৃত্য ঠিক একদিন আগে হাতির তাণ্ডবে (Wild Elephants Attack) ভাঙল ঘর। সাবার শ্রাদ্ধের জন্য আনা সামগ্রীও। ডুয়ার্সের মাদারিহাট (Madarihat of Duars) মেঘনাদ সাহা নগর এলাকার এই ঘটনা। ক্রমাগত হাতির হানার ঘটনা ঘটেই চলেছে মাদারিহাট এলাকায়। জানা যায়,মঙ্গলবার গভীর রাতে বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল একটি ঘর। ঘটনার ক্ষুব্ধ বাসিন্দারা। বনকর্মীকে আটকে বিক্ষোভ দেখায় তারা।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জলদাপাড়ার জঙ্গল থেকে বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে ও এলাকার বাসিন্দা সীতা শর্মার বাড়িতে হানা দেয়। সম্প্রতি সীতা শর্মার ছেলের মৃত্যু হয়েছে, আজ তার শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য খাদ্য সামাগ্রী থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ঘরে নিয়ে আনা হয়েছিল। গতকাল রাতে হাতি ঘরে আক্রমণে ঘরের দেয়াল ভেঙে ঘরে রাখার সমস্ত সামগ্রী সাবার ও নষ্ট করে দেয়। কোনোও রকমে প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা। এদিন জলদাপাড়া বনদফতরের আধিকারিক ও কর্মীরা এলাকায় পরিদর্শনে যান, তাদেরকে আটকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: ধুলো-ছাইয়ের আস্তরণ, তীব্র যানজট, অতিষ্ঠ এলাকাবাসী
গত দুমাস ধরে মাদারিহাট এলাকায় রাত নামতেই হাতির হানায় রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় বুনো হাতির হামলায় কারও ঘর ভেঙেছে এবং তো কারও ঘরে থাকা চাল,আটা সাবার করে দেয় । বুনো হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ প্রতিনিয়ত হাতির তাণ্ডবে এলাকার বাসিন্দাদের ঘর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বনদফতরকে একাধিকবার জানানো সত্বেও কোন উদ্যোগ তারা নিচ্ছে না। তাদের আরও অভিযোগ, বনদফতর গ্রামে টহলদারিও চালাচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং গ্রামে নিয়মিত টহলদারি চালাতে হবে, দাবি গ্রামবাসীদের।
আরও অন্য খবর দেখুন