skip to content
Friday, January 17, 2025
HomeScrollকেষ্টপুরে গৃহবধূর রহস্য মৃত্যু! আটক স্বামী
Kolkata

কেষ্টপুরে গৃহবধূর রহস্য মৃত্যু! আটক স্বামী

বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার খবর সামনে আসার পরেই উদ্ধার করা হয় দেহ

Follow Us :

কলকাতা: গতকাল অর্থাৎ শুক্রবার রাতে কেষ্টপুর রবীন্দ্রপল্লীর একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধুর দেহ! তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। গতকাল রাতেই  ঘটনাস্থলে তড়িঘড়ি পৌছয় পুলিশ। উদ্ধার করা হয় দেহ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম অভিষিক্তা দে সাহা। তিনি পেশায় বিউটি পার্লার কর্মী।

আরও পড়ুন: গল্ফগ্রিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, খুনির খোঁজে গোয়েন্দারা 

বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার খবর সামনে আসার পরেই উদ্ধার করা হয় দেহ। জানা গিয়েছে, ঘরের ভেতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে পাওয়া যায়।

দেহ প্রথম উদ্ধার করেন অভিষিক্তার স্বামী বুদ্ধদেব সাহা। তিনি এক বেসরকারি সংস্থায় কর্মরত বলে জানা যাচ্ছে। বাড়ি ফিরে ঘরের বাইরের তালা খুলে ভিতরে ঢুকতেই উদ্ধার করেন স্ত্রীর নিথর দেহ। তড়িঘড়ি তিনি খবর দেন  বাগুইআটি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে,  ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজি কর হাসপাতালে। ঘটনার খবর জানতে পেরে, ঘটনাস্থলে উপস্থিত হন বিধাননগর গোয়েন্দা শাখার কর্মকর্তারাও।

ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে ঘটনার তদন্ত। তবে মৃত্যুর আসল কারণ কী তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। মৃতার স্বামীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনার সঙ্গে জড়িত সব তথ্য খুঁজে বের করার চেষ্টা চলছে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular