নদিয়া: গৃহবধূকে স্নান করার সময় শ্লীলতাহানি (Harassment of Housewives) করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় বাধা দিতে গেলে আরও দুই মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। ঘটনায় শান্তিপুর থানায় (Shantipur police station) দ্বারস্থ হরিপুর বাগদেবীপুর এলাকার ওই তিন মহিলা। মহিলাদের অভিযোগ মঙ্গলবার সকালে ওই বাড়ির গৃহবধূ যখন কল পারে স্নান করছিল তখনই বাড়ির পাশেরই রবিন সরকার তাঁর শ্লীলতাহানি করে। গৃহবধূকে পিছন দিক থেকে জাপটে ধরে এবং শ্লীলতাহানি করার চেষ্টা করে। পরবর্তীতে ওই মহিলার চেঁচামেচিতে এলাকার লোকজন বেরিয়ে আসলে অপর দুই মহিলার উপরও চড়াও হয় ওই যুবক। পরবর্তীতে তাদেরকে বেধারক মারধর করে এবং ঘটনায় একজন মহিলা গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: চিকিৎসা না পেয়ে উত্তরবঙ্গ মেকিক্যালে ভাঙচুর, আটক ৩
শান্তিপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে ওই তিন মহিলা। ঘটনায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল জানান,তার কাছে এই ঘটনা সামনে আসার পরেই তিনি শান্তিপুর থানায় উপস্থিত হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশকে। তবে পুলিশ যদি সঠিক তদন্ত না করে পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে আন্দোলনে নামার হুশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ওই অভিযুক্ত যুবক তৃণমূল আশ্রিত বলেও জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল।
অন্য খবর দেখুন