কলকাতা: জমে উঠেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কয়েকদিন আগেও আইসিসি-র এই তালিকায় শীর্ষস্থানে ছিল ভারত। তবে অ্যাডিলেড টেস্ট হারার পর সোজা তৃতীয় স্থানে নেমে যায় টিম ইন্ডিয়া। দাপুটে জয়ের পর প্রথম স্থানে উঠে আসে অস্ট্রেলিয়া। তবে অজিদের এই সিংহাসন এবার কেড়ে নিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারানোর পর আইসিসি-র তালিকায় শীর্ষস্থানে উঠে আসে প্রোটিয়া দল। সমীকরণ বলছে, এখন টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছনর দৌড়ে রয়েছে তিনটি দল – ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোন দল কীভাবে এই স্থান অর্জন করতে পারবে? চলুন তিন দলের সমীকরণ একটু দেখে নেওয়া যাক।
(১) দক্ষিণ আফ্রিকা: বর্তমানে ৭৬ পয়েন্ট এবং শতাংশের হিসেবে ৬৩.৩৩ নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে প্রোটিয়া দল। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজটি ১-০ ব্যবধানে জিতলেই টেস্ট বিশ্বকাপের টিকিট পাকা হয়ে যাবে তাঁদের কাছে। এই সিরিজ ২-০ ব্যবধানে জিতলে প্রথম স্থানে থাকা দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে প্রোটিয়া দল।
আরও পড়ুন: ‘অপয়া’ রবিবারে হারের হ্যাটট্রিক করল ভারত!
(২) অস্ট্রেলিয়া: বর্ডার-গাভাসকর ট্রফিতে যদি অজিরা ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরেও যায়, তাহলেও তাঁদের কাছে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অজিদের ২-০ ব্যবধানে জিততে হবে। আর যদি ঘরের মাঠে ভারতকে এই সিরিজে তাঁরা হারিয়ে দেয়, তাহলে সহজেই টেস্ট বিশ্বকাপের নির্ণায়ক ম্যাচ খেলার সুযোগ পাবে অজিরা।
(৩) ভারত: চলমান বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দল যদি অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানেও হারিয়ে দেয়, তাহলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবেন রোহিতরা। তবে যদি এই সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়, তাহলে ভারতকে অন্যান্য খেলার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এমন পরিস্থিতি হলে যদি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কাছে সিরিজ হেরে যায় কিংবা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়, শুধুমাত্র তাহলেই ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পাবে।
দেখুন আরও খবর: