জয়পুর: ‘ডাকা হচ্ছে খনি উদ্ধারকারী বিশেষজ্ঞদের (Mining Rescue Team)। আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছচ্ছি। তবে খননকারীরা উপরে উঠে আসছে। ওরা উপরে উঠে এলে আমরা আমাদের জানাতে পারব, চেতনার (Chetna Rescue Operation) কাছে পৌঁছতে আর কতটা সময় লাগবে। সোমবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) এসআই মহাবীর সিং।
এসআই আরও জানিয়েছেন, জওয়ান আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাঁদের নির্দেশমতোই খননের কাজ চলেছে। আমাদের জওয়ানরা সঠিক পথেই এগোচ্ছে। আমরা শীঘ্রই লক্ষ্যের কাছে পৌঁছে যাব। আমাদের জওয়ানরা তাঁদের কাজে অনড়। পাথুরে জমি।
তাই উদ্ধারের জন্য পাথুরে জমিতে খননকারি বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। আমরা আশাবাদী সোমবারের মধ্যেই কাজ শেষ করতে পারব। শক্ত পাথরের কারণে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। পাথর কাটা কঠিন হলেও উদ্ধার কাজ চলছে। আশা করছি শীঘ্রই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে।
আরও পড়ুন: ‘অন্য দলগুলি আমাদের দেখে কাজ শিখছে, আমি খুশি’, মন্তব্য কেজরিওয়ালের
রবিবার রাজস্থানের (Rajasthan) কোরাপুট (kiratpura)-বেহরোর জেলার কালেক্টর কল্পনা আগরওয়াল জানিয়েছেন, যে সুড়ঙ্গ পথের পাথুরে ভূখণ্ডের কারণে মেয়েটির কাছে পৌঁছানোর জন্য একটি টানেল নির্মাণ করা হয়েছে। টানেলের উপরের আর নীচের তাপমাত্রার পার্থক্যের কারণে কিছু অসুবিধা হচ্ছে। সেরা সরঞ্জাম আনার ব্যবস্থা চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২৬ ডিসেম্বর পরিকল্পনা মতো অভিযান একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। একটি কেসিং পাইপ কুয়োর গর্তে নামানো হয়েছে।
গত ২৩ ডিসেম্বর চেতনা খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে যায়।
দেখুন অন্য খবর-