কখনও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কখনও আবার জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে থেকেছেন। পুজোয় একটা সুতোও কেনেননি। নিহত চিকিৎসকের বাড়িতে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করে অন্যরকম অষ্টমী কাটিয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে আজ ভাইফোঁটা (Bhaiphota 2024)। ভাই-দাদাদের মঙ্গল কামনার দিন। ভাইবোনেদের মিলন উৎসব।
এবছর ভাইফোঁটার আবহ অন্যরকম। ঊষসীর সাজপোশাকেও দেখা মিলল সেই আভাস। রবিবার সকালে ঊষসী তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একগুচ্ছ ছবি। দেখা যাচ্ছে, অভিনেত্রীর সামনে বসে তাঁর দুই ভাই। তাঁদেরই ভাইফোঁটা দেওয়ার তোড়জোড় করছেন অভিনেত্রী। ভাইফোঁটাতেও উৎসবের পরনে ছিল প্রতিবাদের ছোঁয়া। সাদা শাড়ি কালো পাড়। তাতে লেখা ‘মেরুদন্ড বিক্রি নাই।’
আরও পড়ুন: আলোর উৎসবে কাঞ্চন-শ্রীময়ীর ঘরে লক্ষ্মী এল
এখানেই শেষ নয়। এদিনের ঊষসীর সাদা ব্লাউজে ছিল মা দুর্গার ছবির নীচে লেখা ‘বিচার চাই’। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলে হাঁটার দিন এক অনুরাগীর থেকে এই শাড়িটি উপহার পেয়েছিলেন অভিনেত্রী। এদিন সেই শাড়ি গায়ে দিয়ে ভাইফোঁটা পালন করলেন অভিনেত্রী।
অভিনেত্রী স্পষ্ট করলেন উৎসব পালনের মাঝেও আরজি করের বিচার চাওয়ার দাবি তিনি ভোলেননি। পোস্টে ঊষসী লিখছেন, ‘ভাইফোঁটা শুরু হল।c প্রতিবছরই তাঁর বাড়িতে ঘরোয়াভাবে পালন হয়। কাজের ব্যস্ততা দূরে রেখে ভাইফোঁটার দিন উদ্যাপন করলেন পর্দার জুন আন্টি।
দেখুন আরও খবর: