কলকাতা- গ্রীন লাইন-২- মেট্রো (Metro) পরিষেবা হাওড়া ময়দান (Howrah Maidan) এবং এসপ্ল্যানেড (Esplanade Metro) স্টেশনগুলির গুলির মধ্যে কিছু সময়সূচির পরিবর্তন হবে। কমবে মেট্রোর সংখ্যাও।
শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ স্টেশনের মাঝে নির্মাণ কাজের কারণে সময়সূচির রদল হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে সোমবার থেকে শনিবার ১৫০টি চলাচল করে। সেখানে এই কাজের জন্য ১১৪টি মেট্রো চলবে।
মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে পূর্বমুখী সুড়ঙ্গে পরিষেবায় কোনও বদল আনা হচ্ছে না। ব্যস্ত সময়ে সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। অন্য সময়ে ২৪ মিনিট অন্তর মেট্রো চলবে। পশ্চিমমুখী সুড়ঙ্গে ব্যস্ত সময়ে সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হাওড়া ময়দান ও মহাকরণের মধ্যে ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে।
আরও পড়ুন: ইউনিফর্ম সিভিল কোড, মোদিজির টার্গেট দেশের সংখ্যালঘু মানুষজন
প্রথম পরিষেবা –
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্ব-গামী লাইনে 06:55 টায়।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্ব-গামী লাইনে 07:12 টায়।
হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত পশ্চিম-গামী লাইনে 09:08 টায়।
মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পশ্চিম-গামী লাইনে 09:20 টায়।
শেষ পরিষেবা –
হাওড়া ময়দান থেকে ইস্ট-বাউন্ড লাইনে এসপ্ল্যানেড পর্যন্ত 21:46 টায়।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্ব-গামী লাইনে 21:58 টায়।
হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত পশ্চিম-গামী লাইনে 19:58 টায়।
মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পশ্চিম-গামী লাইনে 20:08 টায়।
রবিবারের পরিষেবা অপরিবর্তিত থাকবে।
দেখুন অন্য খবর: