হাওড়া: রেলের নিয়মের বেড়াজালে প্রাণ হারালেন এক ব্যক্তির। রেলের (Howrah Rail) গাফিলতিতে মৃত্যু এক ব্যক্তির। অভিযোগ তুলছেন রেল যাত্রীরা (Train Passengers)। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় আমতা হাওড়া লোকাল ট্রেন ডাসী স্টেশনে ঢোকার সময় এক যাত্রী পোস্টে ধাক্কা খেয়ে লাইন ধারে ছিটকে পড়েন। ট্রেনের ধাক্কায় আহত হন এক ব্যক্তি। তড়িঘড়ি যাত্রীরা তাঁকে উদ্ধার করে বড়গাছিয়া স্টেশনে (Bargachia Railway Station ) নিয়ে আসেন। সেখানে স্টেশন মাস্টার এর কাছে সাহায্য চাইলে, কোনও সাহায্য না মেলার অভিযোগ যাত্রীদের। রেলের নিয়ম দেখিয়ে হাসপাতালে না নিয়ে যাওয়ার অভিযোগ স্টেশন মাস্টারের বিরুদ্ধে। রেল যাত্রীরা বড়গাছিয়া স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্টেশন মাস্টারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে ট্রেন চলাচল বন্ধ করে যাত্রীরা।
আরও পড়ুন: ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক পথে নামছে জুনিয়র ডাক্তাররা
দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় সোমবার সন্ধ্যায় ডাসী স্টেশনে ঢোকার সময় এক যাত্রী পোস্টে ধাক্কা খেয়ে লাইন ধারে ছিটকে পড়েন। দীর্ঘক্ষণ আহত অবস্থায় রেল লাইনের ধারে পড়ে থাকেন ওই যাত্রী। তারপর সন্ধ্যায় আমতা গামী একটি লোকাল ট্রেন ডাসী স্টেশনে দাঁড়ায়। ওএই ট্রেনের যাত্রাীরা ওই আহত ব্যাক্তিকে উদ্ধার করে বড়গাছিয়া স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টারের কাছে সাহায্য চাইলে, তিনি কোনও সাহায্য করেননি। দীর্ঘক্ষণ চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখায় যাত্রীরা।
অন্য খবর দেখুন