কলকাতা: খাস কলকাতায় বৃহস্পতিবার সকাল সকাল উদ্ধার হল বিপুল পরিমাণের অর্থ। ধর্মতলা চত্বর থেকে উদ্ধার হল এই টাকা। জাল টাকা উদ্ধার করা হয় এসটিএফের পক্ষ থেকে। জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে কলকাতাগামি একটি বাস থেকে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণের ওই অর্থ। আজ সকাল ৭ঃ১০ নাগাদ যখন ওই বাসটি ধর্মতলায় পৌঁছয়, তখন এসটিএফের ওই দল অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ। সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় বিপুল অংকের অর্থ।
আরও পড়ুন: কবে হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন! প্রস্তুতি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর
এসটিএফ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লক্ষ টাকার জাল নোট। শুধুমাত্র তাই নয়, বিপুল অঙ্কের টাকা গোনার জন্য ধর্মতলাতেই ব্যাঙ্ক কর্মীরা উপস্থিত হয় সেই বিপুল অঙ্কের টাকা গোনেন। জানা যাচ্ছে ধৃত ব্যক্তি নাম মানোয়ার শেখ, তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা। সেই ব্যক্তির কাছ থেকে তার মবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয় বলে খবর। টাকা গোনার কাজ শেষ হলে জানা যাবে কি হতে চলেছে এসটিএফের পরবর্তী পদক্ষেপ।
দেখুন অন্য খবর