কলকাতা: বাংলাদেশে (Bangladesh) ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় হওয়া হত্যাকাণ্ডের ঘটনায় ঢালাও মামলা না করার আহ্বান জানাল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। তারা বলেছে, নির্বিচারে আসামি করায় মামলাগুলি দুর্বল হয়ে যায়। প্রকত অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার যাত্রাবাড়িতে ইমরান হোসেন নামে এক তরুণকে খুনের মামলায় প্রথিতযশা আইনজীবী, কৃতী সাংবাদিক সহ ২৯৭ জনকে আসামি করা হয়েছে। এই বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ বলেন, নির্বিচারে ও ঢালাওভাবে আসামি করে মামলা করা মানবাধিকারের লঙ্ঘন।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকে হাসিনার নামে বহু মামলা হয়েছে। হাসিনার দল আওয়ামি লিগের নেতা কর্মীদের নামে ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে বাংলাদেশজুড়ে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পথে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা
আরও খবর দেখুন