Sunday, December 7, 2025
HomeScrollঘণ্টাচুক্তিতে ভাড়া পাওয়া যায় স্বামীও, কোন দেশ এটি?
Latvia

ঘণ্টাচুক্তিতে ভাড়া পাওয়া যায় স্বামীও, কোন দেশ এটি?

এই রীতির মাধ্যমে পুরুষদের ভিন্নধারার ভূমিকাতে দেখা যায়

ওয়েব ডেস্ক : এক আশ্চর্যজনক অভিজ্ঞতার জন্য এই দেশটি ভ্রমণ করুন! এখানে পুরুষদের জন্য রয়েছে এক বিশেষ প্রথা, যেখানে ‘বাড়ি চলো’ বলা হয় এবং স্বামীদের ঘণ্টাচুক্তিতে ভাড়া পাওয়া যায়। এই অভিনব পদ্ধতি পর্যটকদের (Tourist) জন্য এক অদ্ভুত আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। সমাজের প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে এই রীতির মাধ্যমে পুরুষদের ভিন্নধারার ভূমিকাতে দেখা যায়।

এই দেশটির নাম লাটভিয়া (Latvia)। এই দেশটি অবস্থিত ইউরোপে। ওয়ার্ল্ড অ্যাটলাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই বয়সের গোষ্ঠীতে মহিলার সংখ্যা পুরুষের দ্বিগুণ। দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই এই পুরুষ-সংকট চোখে পড়ে বলে জানাচ্ছেন লাটভিয়ার মহিলারা। ডানিয়া নামে এক মহিলা জানান, তাঁর প্রায় এই দেশে প্রায় সব কর্মীই মহিলা। তাঁর বন্ধু জেন জানান, দেশে উপযুক্ত পুরুষসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হওয়ায় অনেক মহিলা বিদেশে পাড়ি দিচ্ছেন সম্পর্কের খোঁজে। তবে দেশ জুড়ে পুরুষ সংকটের কারণে হস্থালির নানা কাজ সারতে লাটভিয়ার অনেক মহিলা বর্তমানে ‘স্বামী ভাড়া নেওয়ার পরিষেবার দিকে ঝুঁকছেন বলে বলে খবর।

আরও খবর : শীতে এই ৫ সবজি বাঁচাবে জটিল রোগ থেকে!

দেশে বিভিন্ন উৎসব-সংক্রান্ত কাজ করে থাকেন ডানিয়া নামে এক মহিলা। তিনি জানান, তাঁর প্রায় সব সহকর্মীই মহিলা। মহিলা সহকর্মীদের সঙ্গে কাজ করতে ভাল লাগলেও তাঁর মতে লিঙ্গের ভারসাম্য থাকলে আশেপাশের সামাজিক পরিবেশ আরও প্রাণবন্ত হত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News