ওয়েব ডেস্ক: ইজরায়েলের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ এবং বিস্ফোরণ অপ্রতিরামভাবে শোনা যাচ্ছে। সম্প্রতি হিজবুল্লা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হাইফা ও আশপাশের এলাকায় বড় ধরনের আঘাত হানে। এসব হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অনেক এলাকা অন্ধকারে ডুবে গেছে। বেশ কয়েকটি ভবন ধ্বংস এবং মানুষ আহত হয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হচ্ছে। তবে কিছু এলাকায় সঠিক সময়ে সাইরেন বাজেনি, যার ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার কারণে জনমনে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: ১০০টি ইজরায়লি ত্রাণ ট্রাক লুট
গাজায় ইজরায়েলি আক্রমণ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। গাজায় একদিনেই প্রায় ৬৩ জন নিহত হয়েছে, যার মধ্যে অনেক বেসামরিক মানুষ রয়েছেন। পাশাপাশি লেবাননের বিভিন্ন এলাকাতেও হামলা ও পাল্টা-হামলা চলছে।
হিজবুল্লা ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা আশেপাশের দেশগুলোতেও প্রভাব ফেলছে। এই সংঘাত শুধুমাত্র সামরিক নয়, বরং মানবিক সংকটও সৃষ্টি করছে।
বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ এই ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ইজরায়েলের সাইরেনের আওয়াজ যেমন জনমনে ভয়ের সঞ্চার করছে, তেমনি মানবাধিকার সংগঠনগুলো এই আক্রমণগুলোতে বেসামরিক প্রাণহানি নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতি আরও কতদিন চলবে তা অনিশ্চিত, তবে আঞ্চলিক শান্তি স্থাপনের জন্য জরুরি উদ্যোগ প্রয়োজন।
দেখুন আরও খবর: