নয়াদিল্লি: আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (2025 ICC Champions Trophy) জন্য হাইব্রিড মডেল (Hybrid Model) অনুমোদন করল। যেখানে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ও বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) মধ্যে চুক্তির পর পাকিস্তান এবং দুবাইতে ম্যাচ আয়োজন করা হবে। দুই দেশের বোর্ড ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 T20 World Cup) বিষয়েও ঐকমত্যে পৌঁছল। সিদ্ধান্ত হল, পাকিস্তান ভারতে যাবে না। যেটি তার পরিবর্তে কলম্বোতে অনুষ্ঠিত হবে। যদিও পিসিবি এই ব্যবস্থার জন্য কোনও আর্থিক ক্ষতিপূরণ পাবে না। তারা ২০২৭ সালের পরে একটি আইসিসি মহিলা টুর্নামেন্টের আয়োজন করার অধিকার পেয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য পাকিস্তান ভারতে যাবে না। ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। শুক্রবার সন্ধ্যায় একটি জাতীয়স্তরের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে।
পিসিবি ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। যেখানে পাকিস্তান টুর্নামেন্টের ১০ টি ম্যাচ আয়োজন করবে। তবে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তিনটি ম্যাচই দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও, টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালও দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভারত যদি তার আগে ছিটকে যায় সেক্ষেত্রে পাকিস্তানে সেমিফাইনাল ও ফাইনাল হতে পারে। পিসিবি দাবি করেছিল, ভারত যদি আইসিসি টুর্নামেন্টের জন্য পাকিস্তানে যেতে না চায় তবে তারা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে যাবে না। পিসিবি তাদের ম্যাচ কলম্বোতে খেলার প্রস্তাব দিয়েছিল। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। যেখানে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। তারপর ফাইনাল হবে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। তার বদলে খেলা হয়েছিল কলম্বোয়।
আরও পড়ুন: ব্রিসবেনে ভারতীয় দলে বদল? বাদ যাচ্ছেন কে কে?