নয়াদিল্লি: ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)। ওই আদালত বৃহস্পতিবার জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে হামাস নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। সাম্প্রতিক কালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের পারমাণবিক ঘাঁটিতে একাধিক আঘাত হানার অভিযোগ। সর্বশেষ, পার্শিন অঞ্চলে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে তেল আভিভ। নেতানিয়াহুর লক্ষ্য, এই উত্তেজনাকে সরাসরি যুদ্ধে রূপান্তরিত করে পশ্চিমা মিত্রদের মধ্যপ্রাচ্যে টেনে আনা। তেহরানের ওপর আঘাত হানতে বারবার সীমা অতিক্রম করছে ইজরায়েল, যা ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করছে।