বর্ধমান: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার খণ্ডঘোষ ব্লকের লোদনা পঞ্চায়েতের অন্তর্গত বারিশালী গ্রামের বন্ধ আইসিডিএস সেন্টার (ICDS Centre) রাতারাতি ভোল বদলে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। গ্রামের ২২ নম্বর শিশু বিকাশ কেন্দ্রটি রাতারাতি তৃণমূলের কার্যালয় (TMC Party Office) হিসেবে নামাঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। ১৯৮৪ সালে বারিশালী গ্রামের বাসিন্দা প্রয়াত জগবন্ধু রায়দাস প্রায় চার কাঠা জায়গা তৎকালীন লোদনা পঞ্চায়েতের প্রধান সোমসের আলম সাহানাকে সিপিআইএম পার্টি অফিস করতে দান করেন। উক্ত জায়গাটির দক্ষিণ দিকে ২২ নম্বর শিশু বিকাশ কেন্দ্রটি গড়ে তুলে পরিষেবা দেওয়া হত। বেশ কিছুদিন আগে এই শিশু বিকাশ কেন্দ্রটি স্থানান্তরিত হয়ে বারিশালী উচ্চ বিদ্যালয়ের পাশে চলে যায়। এবং সেখান থেকেই কেন্দ্রটির পরিষেবা প্রদানের কাজ চলতে থাকে।
বর্তমানে বন্ধ থাকা সরকারি পুরানো শিশু বিকাশ কেন্দ্রটির বারান্দায় মাঝেমধ্যেই গ্রামের সংস্কৃতিপ্রেমী উৎসাহী যুবকরা নাটক এবং যাত্রার রিহার্সাল করেন সন্ধ্যায়। কিন্তু শুক্রবার হঠাৎ সকালে গ্রামবাসীদের চোখে পড়ে যে, ওই শিশু বিকাশ কেন্দ্রটির দেওয়াল সবুজ রং করে বারিশালী তৃণমূল কংগ্রেস কার্য্যালয় বুথ ১১২/১১৩ হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। তাই আইসিডিএস কেন্দ্রের নামে থাকা জমি জবরদখল হওয়ার থেকে বাঁচানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন: বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কের জের, বরখাস্ত মুম্বই পুলিশের কনস্টেবল
যদিও, এই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম জানান, এই ধরনের অসভ্যতা করার সাহস কোনও কর্মীর নেই। খতিয়ান অনুযায়ী ওই জায়গাটি icds সেন্টারের। যদিও দাগ নম্বরের পরিবর্তে ওই স্থানে যে আইসিডিএস সেন্টার চলতো সেই রকম ছবিসহ তথ্য প্রমাণ দাবি করেছেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি জানান, এ কাজ যদি দলের কর্মীরা করে থাকে তাহলে অন্যায় স্বীকার করে নেবেন বলে জানান তিনি।
আরও খবর দেখুন