নয়াদিল্লি: আগামী ২০ নভেম্বরের বিধানসভা ভোট (Assembly Election) যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra)। রাজনৈতিক নেতাদের মধ্যে বয়ানবাজি অন্য মাত্রা নিয়েছে। তবে তারই মধ্যে দলীয়সভা থেকে মহারাষ্ট্রে কংগ্রেস সমর্থিত বিরোধী জোটের এক নেতার বক্তব্যে চাঞ্চল্য তৈরি হল। তিনি বলেছেন, যে দিন মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির সরকার হবে। তার সাত দিনের মধ্যে চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার কেন্দ্রে মোদি সরকারের থেকে সমর্থন তুলে নেবে। যার ফলে কেন্দ্রে সরকার পড়ে যাবে। এই দাবি করলেন শরদ পওয়ারের এনসিপি গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদ (Jitendra Awhad)।
তাতেই আলোড়ন। কারণ বর্তমান রাজনীতির ময়দানে আলাদা শিবিরে থাকলেও চন্দ্রবাবু ও নীতীশ দুজনের সঙ্গেই শরদ পওয়ারের সম্পর্ক ভালো। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে আগুন থাকার সম্ভাবনা। ফলে অনেকেই এর পিছনে অন্য গন্ধ পেতে শুরু করেছেন। অনেকেরই প্রশ্ন, অভ্যন্তরে কি কোনও আলোচনা চলছে এই বিষয়ে? কেন্দ্রে তৃতীয়বারের এনডিএ সরকার মূলত চন্দ্রবাবুর টিডিপি ও নীতীশের জেডিইউয়ের সমর্থনের উপর দাঁড়িয়ে। তাঁরা সরে গেলে সরকার টিকবে না। কংগ্রেস, তৃণমূলের মতো দলগুলি কেন্দ্রে বর্তমান সরকার গঠনের পরপরই দাবি করেছিল, এই সরকার বেশিদিন টিকবে না। এবার মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার ঘনিষ্ঠ এনসিপি নেতা জিতেন্দ্রর বক্তব্যে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে। এদিন জিতেন্দ্র আওহাদ শরদ পওয়ার শিবির ত্যাগ করে বিজেপি শিবিরে নাম লেখানো অজিত পওয়ারকেও আক্রমণ করে বলেন, অজিতকে শরদ পওয়ার ধাক্কা মেরে বের করে দিয়েছেন। তাঁর নিশানায় ছিলেন মহারাষ্ট্রে বিজেপির মহাযুতি জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও।
আরও পড়ুন: যোগী আদিত্যনাথের নামে খুনের হুমকি!
দেখুন অন্য খবর: