বসিরহাট: স্কুল প্রাঙ্গণে হাইব্রিড মাগুর মাছের (Hybrid Magur Fish) চাষ। প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি । ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। বসিরহাটের (Basirhat) অনন্তপুর প্রাথমিক বিদ্যালয় (Anantapur Primary School) প্রথম শ্রেণীর থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা তিন শতাধিক, শিক্ষক-শিক্ষিকা সাতজন। প্রধান শিক্ষক দীপক কুমার রায় জানান, স্কুল প্রাঙ্গণের যত্রতত্র নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। নিকাশির হালও খারাপ। তার মধ্যেই স্কুলের পিছনে বেআইনি হাইব্রিড মাগুর মাছের চেম্বার তৈরি করেছেন কিছু অসাধু ব্যবসায়ী। সেখানে নোংরা ফেলা হয় সার হিসেবে। সেই পরিবেশেই স্কুলের পড়ুয়ারা মিড ডে মিলের খাবার খায়। যখন তখন তারা অসুস্থ হয়ে পড়তে পারে।
আরও পড়ুন: নন্দীগ্রামে চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীর দোকানে তালা
প্রধান শিক্ষক দীপক কুমার রায় জানান, স্কুল প্রাঙ্গণের যত্রতত্র নোংরা আবর্জনায় ভরে গিয়েছে ,বিশেষ করে স্কুলের জল নিকাশি ব্যবস্থা বেহাল পিছনে একটা বেআইনি হাইব্রিড মাগুর মাছের চেম্বার তৈরি করা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে পচনশীল খাবার এনে সেই পুকুরে ফেলছে মাছের খাবারের জন্য। চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি হয়েছে অসত্যকর পরিবেশ বারবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। তাই ছাত্র-ছাত্রী অভিভাবকরা স্কুল গেটেই তারা বিক্ষোভ সামিল হয়েছেন। গ্রামবাসী মোস্তাকিম মন্ডল বলেন, চারিদিকে নোংরা আবর্জনায় বলে রয়েছে মশা থেকে শুরু করে ডেঙ্গির মশা উৎপত্তি হচ্ছে। পাশাপাশি এখানে বেআইনি একটি মাছের চেম্বার তৈরি করা হয়েছে অসাধু ব্যবসায়ীরা তাদের মুনাফা অর্জন করার জন্য সরকারি জমি ব্যবহার করছে। আমরা চাই এর একটা সুস্থ বিহিত স্কুলের শিশুরা সুস্থ পরিবেশে এসে তারা পড়াশোনা করুক। এই দাবি নিয়ে আমাদের আন্দোলন বিক্ষোভ চলবে।
আরও অন্য খবর দেখুন