নদিয়া: অবৈধ পানীয় জলের পাম্প বন্ধ করা হল নদিয়াতে। পুলিশ প্রশাসন, ইলেকট্রিক সাপ্লাই এর আধিকারিক দের সঙ্গে নিয়ে নদিয়ার বিভিন্ন প্রান্তে হানা দেন বিডিও। বন্ধ করা হয় অবৈধ জলের পাম্প। এমনকি ইলেকট্রিক পরিষেবাও অবৈধভাবে চলছিল তাও কেটে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই নদিয়া জেলার কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে অবৈধ জলের পাম্প চালানোর অভিযোগ তোলেন সেখানকার বাসিন্দারা। এই অভিযোগ সামনে আসার পরেই এবার অভিযানে নামেন বিডিও রঞ্জন সর্দার।
আরও পড়ুন: শীতকালীন অধিবেশনেই ‘এক দেশ এক নির্বাচন’ বিল!
এদিন রঞ্জন সর্দার অবৈধ পাইপ লাইন নিজের তৎতাবধানে বন্ধ করে জানান, ‘ বেশ কিছুদিন আগে থেকেই ব্লকের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে অবৈধভাবে এবং নিয়ম বহির্ভূতভাবে পানীয় জলের প্লান্ট বসিয়ে চলছে ব্যবসা। অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ প্রশাসন এবং ইলেকট্রিক সাপ্লাইয়ের আধিকারিকদের সঙ্গে নিয়ে হানা দিই কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের রুইপুকুর পঞ্চায়েত এলাকায়।’ তিনি আরও জানান, আজ বেশিকিছু অবৈধ পানীয় জলের পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে, ইলেকট্রিক কানেকশন বন্ধ করা হয়ে। অভিযুক্তদের আজ সাবধান করা হয়েছে যাতে এই কাজ তারা আর না করে। তবে যদি আবারও এই ধরণের অভিযোগ আসে তবে প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন অন্য খবর