কলকাতা: আরজি কর কাণ্ডে নাম উঠে আসে বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নাম। তাঁদের নাম গোটা আরজি করের নির্মম ঘটনার সঙ্গে জড়িয়ে যায় আর তারপরই বিরূপাক্ষ বিশ্বাসের আইএমএ সদস্যপদ খারিজ করা হয়। কিছুদিন আগে আইএমএর পক্ষ থেকে জানানও হয় বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হতে চলেছে। তবে এবার সেই সিদ্ধান্তে জারি করা হল স্থগিতাদেশ।
৯ অগাস্ট আরজি করে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কর্মরত অবস্থায় এক ট্রেনি চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর জানা যায় সেদিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। শুধুমাত্র তাই নয় রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো সহ আরও বেশ কিছু অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। আর তারপরেই আইএমএ থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। কিন্তু ঘটনার চার মাসের মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফের প্রত্যাবর্তন হয়। আর তারপরেই সর্বত্র ওঠে নিন্দার ঝড়।
আরও পড়ুন: “সুজয় কৃষ্ণকে কেন গ্রেফতার করছেন না?”, আদালতে প্রশ্নের মুখে CBI
তাঁর বিরুদ্ধে ওঠে বিভিন্ন অভিযোগ। পরীক্ষায় নম্বর কারচুপি থেকে শুরু করে ‘কোটা’ ব্যবহার করে পিজিটি-র সুযোগ পাইয়ে দেওয়া, বিভিন্ন অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
ঘটনার খবর সামনে আসার পরেই সাসপেন্ড করা হয় বিরুপাক্ষ বিশ্বাসকে। আর এবার সদস্যপদ ফেরানোর বল বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন প্রত্যাহার করে এর আগে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের হেডকোয়ার্টার জানায়, সাসপেনশন করার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তা মানা হয়নি। পদ্ধতিগত ত্রুটির কারণেই এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর