কলকাতা: আরজি করের প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ গর্জে উঠেছে। এই শহর রাত দখল থেকে ভোর দখল, নবান্ন অভিযান থেকে লালবাজার থেকে স্বাস্থ্যভবন অভিযানকে দেখেছে। বর্তমান পরিস্থিতিতে মন ভালো নেই ইমনের (Iman Chakraborty)। জন্মদিন পালন করা করবেন না সঙ্গীত শিল্পী ইমন। আগামী ১৩ সেপ্টেম্বর গায়িকার জন্মদিন। জন্মদিনের আগে ইমনের সতীর্থরা ‘সারেগামাপা’-এর সেটেই বিশেষ উপহার দিল।
ইমনকে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে।
আরও পড়ুন: মা হওয়ার পর বড় সিদ্ধান্ত দীপিকার?
‘সারেগামাপা’-এ বিচারকের আসন রয়েছেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব চট্টোপাধ্যায়, জোজো প্রমুখ। তাছাড়াও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। আগামী ১৩ সেপ্টেম্বর ইমনের জন্মদিন। কিন্তু এ বছরে জন্মদিন পালনের আলাদা করে কোনও ইচ্ছে নেই ইমন চক্রবর্তী। শিল্পীর মনের অবস্থা বুঝতে পেরেছেন সতীর্থেরা। তাই হয়তো, জন্মদিনের আগেই তাঁকে বিশেষ উপহার দেওয়ার ব্যবস্থা করা হল। সকলে মিলে তাঁর জন্মদিকে আরও বিশেষ করে তুলতে একসঙ্গে মিলে খাওয়াদাওয়া করেছেন। আর সেই ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে নিয়েছেন ইমন। ছবিতে দেখা গিয়েছে, মেকআপ রুমে বসে সকলে মিলে একসঙ্গে গায়িকার জন্মদিন উপলক্ষে খাওয়াদাওয়া করছেন। ছবিটি শেয়ার করে গায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘সারেগামাপা’র সেটে প্রাক্-জন্মদিনের উদযাপন।’
অন্য খবর দেখুন