কলকাতা: আগেই জিতেছিলেন জাতীয় পুরস্কার। এবার প্রথম বাঙালি নারী হিসাবে ইমন চক্রবর্তীর গান ‘ইতি মা’ জায়গা করে নিল অস্কারের দৌড়ে। সারা বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল বাঙালি সঙ্গীতশিল্পীর বাংলা গান। কার কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ইমনকে জানুন বিস্তারিত
View this post on Instagram
আরও পড়ুন: ‘পুষ্পা ২’ রিলিজের আগে নাচের তালে শ্রেয়া ঘোষাল
ইমন চক্রবর্তী। বাংলা গানের জগতের এক জনপ্রিয় নাম। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। আর এবার প্রথম বাঙালি গায়িকা হিসাবে তাঁর গান ‘ইতি মা’ নির্বাচিত হল অস্কারের জন্য। আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এখন চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যেই তালিকায় উঠে এল ‘পুতুল’ সিনেমার গান ‘ইতি মা’। জানা যাচ্ছে অস্কারে ইমনের প্রতিদ্বন্দ্বী লেডি গাগা, মাইলি সাইরাস, এবং এড শিরানের মত গায়ক।
দেখুন অন্য খবর