বলিউডের (Bollywood)অন্যতম জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলি (Imtiyaz Ali)। ‘রকস্টার’, ‘লভ আজ কাল’, ‘তামাশা’, ‘হাইওয়ে’-র মতো বড় বাজেটের হিট সিনেমা তাঁর ঝুলিতে।তাঁর বক্স অফিস সাফল্য বহু পরিচালকের কাছেই ঈর্ষণীয়। সম্প্রতি, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এ ভূমি পেডনেকার এবং বাণী ত্রিপাঠির সাথে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন তিনি। বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং সেটে অভিনেত্রীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরির গুরুত্ব সম্পর্কে কথা বললেন পরিচালক।
হাইওয়ের শুটিং করার সময় অনেক প্রত্যন্ত জায়গায় শুট করতে হয়েছে গোটা ক্রু-কে। আলিয়ার জন্য ছিল না উপযুক্ত মেকআপ ভ্যানের ব্যবস্থা। একাধিকবার অভিনেত্রীকে ঝোপঝারে পোশাক বদল করতে হয়েছে। এমনকি খোলা আকাশের নীচে শৌচকর্ম করতে বাধ্য হয়েছেন নায়িকা।
আরও পড়ূন: ভুয়ো কুৎসাই কি কাম্য? ছেলে-বউয়ের সম্পর্ক নিয়ে অকপট বিগ বি
তবে একবার সেটে বড়সড় ঝামেলা হয়। আলিয়া যখন শৌচকর্ম করতে নিরিবিলিতে গিয়েছেন, সেখানে যাওয়ার চেষ্টা করেন সেটের একজন। তখনই তাকে সেট বের করে দেন পরিচালক। পরিচালক ইমতিয়াজ আলি অভিনেত্রীদের সম্মান করেন বলেই তাঁর পরিচিতি রয়েছে। এবারও অন্যায় বরদাস্ত করেননি তিনি। ঘটনার কথা বলতে গিয়ে ইমতিয়াজ আরও বলেন, এই মুহূর্তে বলিউড সবচেয়ে সেফ জায়গা। মানুষের ধারণা বদলেছে। ‘হাইওয়ে’ ছবির শুটিংয়ের ওই ঘটনার মতো ওরকম আর কোনও অনভিপ্রেত ঘটনা আর ঘটে না।
পরিচালকের আরও দাবি, বলিউডে পুরুষ সদস্যদের আধিক্য রয়েছে। সেখানে মহিলা-শিল্পীদের শুধু সম্মান ও যত্ন করাই নয়, দেওয়া হয় মানসিকভাবে নিরাপত্তাও। ইমতিয়াজ জানান, যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিবর্তন এসেছে। বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য খুব নিরাপদ জায়গা।
দেখুন আরও খবর: