কলকাতা: বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছতে ফের বৈঠকে বসছে নবান্ন। জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে ফের পিএইচই দফতরের কাজ নিয়ে এর পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে নবান্ন। এবার বিভিন্ন জেলায় জেলায় পিএইচই দফতরের আধিকারিকদের নিয়েই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে। আগামী সোমবার বিকেল পাঁচটায় সব জেলার জেলাশাসকদের এই বৈঠকে যোগদান করতে হবে। সূত্রের খবর, এই বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার বিধানসভা থেকে এই বৈঠক করবেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কী কী কাজ হল, সেই অগ্রগতি নিয়েই ফের বৈঠক হবে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল বিধায়কদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছনোর টার্গেট নিয়েছে রাজ্য সরকার। এই পর্যায়ে রাজ্যের ১ লক্ষ ৭৭ হাজার বাড়িতে পানীয় জলের কানেকশন দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে, এর জন্য রাজ্যজুড়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। পিএইচই-র দাবি, ইতিমধ্যে রাজ্যের ৯০ শতাংশ বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই দাবি মোতাবেক কাজের খতিয়ান যাচাইয়ের জন্য আগামী সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
দেখুন আরও খবর: