নয়াদিল্লি: রাশিয়া (Russia) ইউক্রেনে (Ukraine) অভিযান শুরু করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। ইউক্রেনের এক পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে রুশ বাহিনী। তবে আমেরিকা সহ পশ্চিমের বিশ্বের সহায়তায় ইউক্রেনও পাল্টাই লড়াই চালিয়ে যাচ্ছে। তারাও রাশিয়ার কুরস্ক অঞ্চলে আধিপত্য কায়েম করেছে। তবে তারই মধ্যে দ্রুত গতিতে এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের ২০০ বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড দখল করল পুতিন (Vladimir Putin) বাহিনী। ওই ভূখণ্ড প্রায় কলকাতার সমান এলাকা। কোনও এক সপ্তাহে এটিই ছিল ইউক্রেনের ভূখণ্ডে রুশ বাহিনীর সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়ার ঘটনা। যাতে উদ্বিগ্ন ইউক্রেনকে সমর্থন করা আন্তর্জাতিক মহল।
রাশিয়া জানিয়েছে, তাঁদের সেনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, তাতে আড়াই বছরের দীর্ঘ এই যুদ্ধ সবচেয়ে বিপজ্জনক ধাপে প্রবেশ করছে। ওই সপ্তাহে প্রথমে ইউক্রেনের বুহলেন্দর শহরের কাছে ৯৫ কিলোমিটার জায়গা দখল করে রুশ বাহিনী। পকরোভস্ক শহরের কাছে দখল করে আরও ৬৩ বর্গ কিলোমিটার এলাকা। দুই শহরই পূর্ব ইউক্রেনের দনবাসে অবস্থিত। ইতিমধ্যে ইজরায়েল গাজা ও লেবাননে হামলা বাড়িয়ে চলেছে। রাশিয়ারও থামার কোনও লক্ষণ নেই। এই বিরামহীন যুদ্ধে উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ।
আরও পড়ুন: ইরানের শক্তিশেলের নিশানায় মোসাদের হেড কোয়ার্টার
দেখুন অন্য খবর: