নয়াদিল্লি: শুধুমাত্র বায়ুদূষণ (Air Pollution) জন্য নয়, শব্দদূষণ (Sound Pollution) কমানোর স্বার্থেও সারা বছর শব্দবাজির ওপর নিষেধাজ্ঞা দরকার। অভিমত সুপ্রিম কোর্টের (Supreme Court)। দিল্লি সরকার এবং দিল্লির লাগোয়া হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কয়েকটি জেলাকে নিয়ে তৈরি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে বছরব্যাপী শব্দবাজি উৎপাদন, মজুত, বিক্রি বিতরণ ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুপ্রিম নির্দেশ।
বায়ু দূষণের পাশাপাশি শব্দ দূষণ কমানোর স্বার্থে এমন নিষেধাজ্ঞা প্রয়োজন। তাই রাজ্যগুলিকে তাদের সিদ্ধান্ত লিখিতভাবে আদালতে পেশ করার নির্দেশ। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের বায়ুদূষণ কমানোর স্বার্থে এমসি মেহতা মামলার শুনানি চলছে। সেই মামলায় উপরোক্ত নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, সব সরকারি গাড়ি ইলেকট্রিক বা ব্যাটার চালিত করা যায় কি না দেখতে।
আরও পড়ুন: ‘গণতন্ত্র বাঁচানোর লড়াই’, এক দেশ এক ভোট বিল অনুমোদনের বিরোধিতায় জানালেন মমতা
দেখুন অন্য খবর: