মালদহ: তীব্র অস্বস্তিকর গরম, তার মাঝে ঘনঘন লোডশেডিং (Load shedding)। বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল গ্রামের বাসিন্দারা। লোডশেডিংয়ের সমস্যার সমাধানের দাবিতে রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। মালদহ মানিকচক থানার শেখপুরা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বসে শেখপুরা গ্রামের শতাধিক বাসিন্দাদের। প্রশাসনিক আধিকারিকরা সঠিক ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ অবরোধ থাকবে জানাচ্ছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। অন্যদিকে এই একই ছবি ধরা পড়ল হাওড়াতে। সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে বিক্ষোভ।
অস্বস্তিকর গরম, তার মাঝে ঘনঘন লোডশেটিং। গ্রামবাসীদের অভিযোগ, সোমবার ঈদুজ্জোহা উৎসবের দিন প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোনওভাবে বিদ্যুতের সমস্যা হবে না। তারপরও সারারাত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকে গোটা এলাকা জুড়ে। এমন অবস্থায় চরম সমস্যার মুখে পড়তে হয় মানিকচকের বিস্তীর্ণ গ্রামের মানুষকে। পাশাপাশি এই বিদ্যুতের পরিষেবা প্রতিনিয়ত খারাপ বলে অভিযোগ এলাকাবাসীর। ঘন ঘন লোডশেডিং এর কারণে মানিকচকের বিস্তীর্ণ এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া পানীয় জলের যে পরিষেবা তাও দিনের পর দিন খারাপ হচ্ছে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে শেখপুরা এলাকার শতাধিক বাসিন্দা একত্রিতভাবে। মানিকচক রতুয়া রাজ্য সড়কের শেখপুরা মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। যতক্ষণ না ব্লক ভিডিও এসে সঠিক প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানাচ্ছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ পৌছলেও অবরোধ তুলতে সক্ষম হয়নি পুলিশ।
আরও পড়ুন: বাগদায় প্রার্থী দিল কংগ্রেস, লড়াইয়ের ময়দানে ফরওয়ার্ড ব্লকও
সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে বিক্ষোভ। একইসঙ্গে তিনটি রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। হাওড়া জগৎবল্লভপুর (Howrah Jagatvallabhpur) ইছানগর এলাকায় বিক্ষোভ। বড়গাছিয়া জাঙ্গিপাড়া রোড, মুন্সিহাট সীতাপুর রোড এবং জগৎবল্লভপুর মোশার রোডে অবরোধ। ঘটনাস্থলে জগৎবল্লভ পুর থানার পুলিশ। অফিস টাইমে যানজটে নাজেহাল সাধারণ মানুষ।হাওড়া জগৎবল্লভপুর এ অবরোধকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ! পুলিশকে ধাক্কাধাক্কি দেয় এবং কথা কাটাকাটি হয়
অন্য খবর দেখুন