কলকাতা: বৃহস্পতিবার কলকাতার (Kolkata) পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন স্ট্রিট থেকে আবিদুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছে ভুয়ো নথিও (Fake Document) মিলেছে। পুলিশের অনুমান, প্রচুর টাকা খরছ করে ভারতের নথি তৈরি করিয়েছিল ধৃত অবিদুর রহমান। সে নাকি ভারতে পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছিল। সেই কারণে তাঁকে লাগাতার জেরা করছে পুলিশ। সে কোথায় এবং কীভাবে ভুয়ো নথি তৈরি করালো, সেই বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে ভুয়ো পাসপোর্ট (Fake Passport) নিয়ে তদন্তে নেমে গোয়েন্দাদের সবথেকে বেশি ভাবাচ্ছে জাল নথি। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বিস্তীর্ণ অংশে জাল নথি প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। সেই সব জাল পাসপোর্টকে হাতিয়ার করে বাংলাদেশিরা ভারতীয় পরিচয়পত্র বানিয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই কারণেই পাসপোর্ট জাল চক্রের একদম গোড়ায় পৌঁছতে চান গোয়েন্দারা।
আরও পড়ুন: অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে
জাল পাসপোর্টের মাধ্যমে নথিপত্রের তৈরি করার চক্র সামনে আসার পর সীমান্তবর্তী পুরসভা পঞ্চায়েতগুলিকে সতর্ক করা হয়েছে। কিন্তু মনে করা হচ্ছে এরকম হাজার হাজার জাল নথি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেগুলিকে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করে হয়তো এখনও লুকিয়ে রয়েছে অনেক বাংলাদেশি। তাঁরা কোথায় কোথায় আত্মগোপন করে আছেন, তা খুঁজে বের করা রীতিমতো কঠিন। তাই এই তদন্তে কোনওরকমের খামতি রাখতে নারাজ গোয়েন্দারা।
দেখুন আরও খবর: