কলকাতা: প্রায় দুমাস হয়ে গেল অভয়া কাণ্ড। তারপর থেকেই চারিদিকে আরজি কর কাণ্ডে প্রতিবাদের স্বর এখনও ধ্বনিত হচ্ছে। বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। তবে তারই মধ্যে প্রতিবাদের নামে শালীনতার সীমা ছাড়িযে যেতে দেখার ভিডিও সামনে এল। একটি পথ নাটিকায় এরকমই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যে ঘটনায় ঝড় উঠেছে। সস্তার প্রচার করতে আরজি করের প্রতিবাদ আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠল।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)