নয়াদিল্লি: ভোটের সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইডি, সিবিআই ও আইটি তদন্তের দাবিতে হওয়া মামলা খারিজ বোম্বে হাইকোর্টে। প্রধানমন্ত্রী যাঁদের নাম করেছেন, তাঁদের বিরুদ্ধে বিদেশি মুদ্রা বিনিময় আইন, দুর্নীতি বিরোধী আইন এবং ভারতীয় ফৌজদারি আইন মোতাবেক তদন্তের দাবি।
২০২৪ এর লোকসভা নির্বাচনের সময় বেশ কিছু শিল্পপতির নাম উল্লেখ করে টেম্পো গাড়িতে করে কোনও একটি রাজনৈতিক দলকে টাকা পাঠানোর অভিযোগ তাঁর ভাষণে করেছিলেন প্রধানমন্ত্রী। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্পিরেশনাল গ্রুপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তদন্তের দাবিতে মামলা।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ১০০ কোটি ফলোয়ারের রেকর্ড রোনাল্ডোর
সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে যত দ্রুত সম্ভব সিবিআই ও ইডি তদন্তের পাল্টা দাবি করেছিলেন রাহুল গান্ধী। আবেদনকারীর সাংবিধানিক অধিকার কোনওভাবেই ক্ষুন্ন হয়নি। তাই সংবিধান অনুযায়ী এমন বিষয়ে কোনও নির্দেশ দেওয়া যায় না। মামলা খারিজ করতে গিয়ে মন্তব্য বিচারপতি রেবতী মোহিত দেরে ও বিচারপতি পিকে চবনের।
আরও খবর দেখুন