মালদহ: ১৯টি শব্দে লেখা একটি জবানবন্দি। তাতে উল্লেখ রয়েছে, তাঁর মৃত্যুর জন্য অভিযুক্ত যুবকের নাম। তবুও পুলিশ (Police) নিষ্ক্রিয়। ২৪ ঘন্টা পরেও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেনি মালদা থানার (Malda PS) পুলিশ। শুরু হয়নি তদন্ত। মালদা থানার পুলিশের ভুমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনায় মালদহের হবিবপুরে দীর্ঘক্ষণ অবরোধ চলল। ভাঙচুর করা হল গাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শনিবার সন্ধ্যায়। মামার বাড়িতে আত্মহত্যা করে ছাত্রীটি। মালদহ থানার যাত্রাডাঙ্গা গ্রামে মেয়েটির মামার বাড়ি। এরপর পরিবারের সদস্যরা মালদা থানার পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু পুলিশ কোনওরকম তদন্ত শুরু করেনি বলে অভিযোগ। এই দিকে আত্মহত্যার আগে ছাত্রীটি সুইসাইড নোটে উল্লেখ করেছে ‘উত্তরপাড়ার একটি ছেলে তাঁর সর্বস্ব লুঠ করেছে। সেই জন্যে জীবন দিতে যাচ্ছি’।
আরও পড়ুন: রাজ্যের সব জেলায় আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা
পুলিশ এই সুইসাইড নোট পাওয়ার পরও অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি। ফলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ সোমবার দুপুরে মৃত মেয়েটির পরিবারকে থানাতে ডেকে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মালদহের হবিবপুরে এখনও অবরোধ চলছে বাস এবং অ্যাম্বুলেন্স ভাঙ্গচুর করে উত্তেজিত গ্রামবাসী। প্রায় আট ঘন্টা ধরে অবরোধ চলছে। পুলিশের সঙ্গে বচসা।
আরও খবর দেখুন