বহরমপুর: এক যুবতীর সঙ্গে অশালীন আচরণ করার আটক করা হল এক যুবককে। শুক্রবার দুপুরেই বহরমপুরের লালদিঘি (Berhampore Laldighi) এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই যুবতী ও তাঁর বোন এবং মা এদিন বহরমপুরের ইন্দ্রপ্রস্থ থেকে একটি টোটোতে করে গোড়াবাজারের দিকে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় এক যুবক ওই যুবতীকে ও তার বোনকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করে। বেগতিক দেখে লালদীঘি এলাকায় টোটো থেকে নেমে ওই যুবককে ধরে ফেলে যুবতী। এরপর এলাকার লোকজন জড়ো হয়ে বহরমপুর থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বাবু গোস্বামী নামে ওই যুবক। ওই যুবতীদের বাজে মন্তব্য সে কিছু করেনি। রাস্তায় প্রচুর সিসিটিভি ফুটেজ রয়েছে, পুলিশ খতিয়ে দেখলেই আসল ঘটনা জানা যাবে বলে দাবি করেছে ওই অভিযুক্ত।
অন্য খবর দেখুন