কলকাতা: সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutho Manch) সোমবার থেকে যে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দিয়েছিল, তা হচ্ছে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি পর্বের কোনওরকম বিঘ্ন যাতে না ঘটে তার জন্য এই সিদ্ধান্তের বদল ঘটানো হয়েছে। পরীক্ষা পর্ব মিটলেই অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদ অনির্দিষ্টকালীন ধর্মঘটের আবারও ডাক দেওয়া হবে।
তবে তারা জানিয়েছে, সোমবার প্রতীকী অনশন হবে। সমর্থনকারীরা যে যেখানে কাজ করবেন সেখানেই কালোব্যাজ পড়ে এই প্রতিবাদে শামিল থাকবেন। ভাস্করবাবু আরও বলেন, শহিদ মিনারের এই অনশন নবান্নের দুয়ারে নিয়ে যাওয়া জন্যে পুলিশের কাছে আবেদন করা হবে। অনুমতি না মিললে আদালতে দ্বারস্থ হবেন। অনশনের আজ ন’দিন। বকেয়া ৩৬ শতাংশ
ডিএ, অস্থায়ীদের স্থায়ীকরণ, প্রতিহিংসামূলক বদলির প্রতিবাদে এই আন্দোলন চলছে।
আরও পড়ুন: বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের
আরও খবর দেখুন
</strong>