নয়াদিল্লি: ৭৮ তম স্বাধীনতা দিবসে (Independence Day) প্রথা মেনে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে বাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০২৪ সালে কেন্দ্রে তৃতীয় বার সরকার গঠনের পর এটাই প্রথম তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ। বৃহস্পতিবার মোদির ভাষণে উঠে এল আরজি করের প্রসঙ্গ। মহিলাদের উপর অত্যাচার নিয়ে লালকেল্লা থেকে নারী নির্যাতন নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের জন্য অপরাধীদের কঠোর মতো শাস্তি দিতে হবে। রাজ্যগুলিকে আরও কঠোর হতে হবে। রাজ্য সরকারগুলিকে অপরাধগুলির ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিচার করার পরামর্শ দিলেন মোদি। বৃহস্পতিবার লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দেন মোদির। পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল ‘অভিন্ন দেওয়ানিবিধি’।
আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা দেশ। এই আবহে মোদির ভাষণে নারী সুরক্ষার বার্তা। নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী। ধর্ষণের অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি দিতে হবে। রাজ্য সরকারগুলিকে আরও কঠোর হতে হবে। দোষীদের শাস্তির খবর ছড়িয়ে দিতে হবে, যাতে এই ঘটনা আর কখনও না হয়। বার্তা মোদির। মোদি বলেন, উন্নয়নে মহিলাদের অংশীদারিত্ব রয়েছে। তবে একইসঙ্গে খারাপ খবরও আছে। নারীদের উপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। রাজ্য সরকারগুলিকে বলব, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত। দোষীদের দ্রুত শাস্তি হওয়া উচিত। এধরনের অপরাধে যাদের সাজা হচ্ছে তাদের খবর প্রচার হোক। যাতে মহিলাদের উপর অত্যাচার করতে ভয় পায়। এই ভয় তৈরি করাটা দরকার।
আরও পড়ুন: অপরাধীদের সন্ধান চাই, বিজ্ঞপ্তি জারি করল লালবাজার
দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের তৃতীয় প্রধানমন্ত্রী যিনি ১১তম বার লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেন। এর আগে এই নজির রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহওরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর। তৃতীয় বার সরকার গঠনের পর এটাই প্রথম তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ। মোদি বলেন, জাতপাত-বর্ণ-ধর্মের উর্ধ্বের উঠে আজ ঘরে ঘরে তিরঙ্গা উৎসবে পরিণত হয়েছে। লালকেল্লায় উপস্থিত অলিম্পিকে অংশগ্রহণকারীরা। তাঁদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। সমাজের পিছিয়ে পড়া অংশকেও এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান। দেশের অগ্রগতি, উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলিকে ভেবে দেখার আর্জি মোদির। রাজ্যগুলিকে বিনিয়োগ বাড়াতে একাধিক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, বিনিয়োগ বাড়াতে রাজ্যগুলিকে নির্দিষ্ট নীতি নিতে হবে। তথ্য প্রযুক্তি, গেমিং, বৈদ্যুতিন গাড়ি নিয়েও আশাবাদী প্রধানমন্ত্রী। আগামী দিনে এই সমস্ত ক্ষেত্রে ভারতের বিকাশ ঘটবে, বার্তা মোদির। স্কিল ডেভলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধিতে জোর দিয়েছেন তিনি।
দেখুন ভিডিও