নয়াদিল্লি: মার্কিন মসনদে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এদিকে তাঁর ফেরা নিয়ে তীব্র আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। তেমনি ট্রাম্পের প্রেসিডেন্ট পদে বসা নিয়ে বেশ চিন্তায় পড়েছে ইউনুস সরকারের বাংলাদেশ। তবে সেই আবহে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জানিয়ে দিলেন, ট্রাম্পের মসনদে বসা নিয়ে উদ্বেগে নেই দেশ। জয়শঙ্কর স্পষ্ট বক্তব্য, অন্যান্য দেশগুলি যখন ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে বেশ চিন্তায় পড়েছে, সেই দলে নেই ভারত (India)।
রবিবার মুম্বইতে আয়োজিত আদিত্য বিড়লা গ্রুপের স্কলারশিপ অনুষ্ঠানে রজত জয়ন্তী উদযাপনে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, হ্যাঁ একটা পরিবর্তন আছে। আমরা নিজেরাই সেই পরিবর্তনের উদাহরণ দিতে পারি। আমরা যদি অর্থনৈতিক দিক দেখি, তার ওঠানামা-র্যাঙ্কি দেখি, তাহলে আমরা দেখব ভারতীয় কর্পোরেট দিক, ভারতীয় পেশাদারদের দিকে তাকাব। তাই এখানে ভারসাম্য রক্ষার কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন:ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় চাঙ্গা হচ্ছে ভারতের শেয়ার বাজার
ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে বিদেশমন্ত্রীর আরও সংযোজন আমার মনে হয়, এটি অনিবার্য ছিল। কারণ ঔপনিবেশিক সময়ের পরে এই দেশগুলি একবার তাদের স্বাধীনতা লাভ করে, তারা তাদের নিজস্ব নীতি পছন্দ করতে শুরু করে, সেগুলি বৃদ্ধি পেতে থাকে। কিছু হয়তো দ্রুত বৃদ্ধি পেয়েছে, কিছু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, কিছু উন্নত হয়েছে এবং সেখানে শাসনের মান এবং নেতৃত্বের গুণমান এসেছে। একটি আরও বৈচিত্র্যময়, বহুমুখী বিশ্বের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা এসেছে। এবার সেই সময় এসেছে দেশগুলির সত্যিই এগিয়ে যাওয়ার।
পশ্চিমের শিল্পোন্নত অর্থনীতিকে উপেক্ষা করা যাবে না এবং লক্ষ্য বিনিয়োগ, মনে করিয়ে দেন বিদেশমন্ত্রী।
জয়শঙ্কর বলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, পুরনো, পশ্চিমা অর্থনীতি, পুরনো শিল্পোন্নত অর্থনীতি, তারা চলে যায়নি। তারা এখনও গণনা করে, তাদের এখনও প্রধান লক্ষ্য বিনিয়োগ। তারা বড় বাজার, শক্তিশালী প্রযুক্তি কেন্দ্র, উদ্ভাবনের কেন্দ্র। সুতরাং আসুন আমরা অযথা বাড়াবাড়ি না করে পরিবর্তনটিকে চিনতে শিখি, বিশ্ব সম্পর্কে আমাদের নিজস্ব বোঝাপড়াকে বুঝতে চেষ্টা করি।
ভারত-মার্কিন সম্পর্ক এবং ট্রাম্পের জয়ের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রথম তিনটি ফোন কলের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন। আমি মনে করি, ভারত ও প্রধানমন্ত্রী মোদি একাধিক রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। যা দেশের জন্য উল্লেখযোগ্য।
দেখুন অন্য খবর: