কলকাতা: রবিবার দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য কী ‘অপয়া’? অনেক সমর্থক কিন্তু এমনটাই ভাবছেন। কারণ, গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত যেদিন হেরেছিল, সেই দিনটাও ছিল রবিবার। এদিকে আজও রবিবার। আজ হারের হ্যাটট্রিক করেছে টিম ইন্ডিয়া। আজ সকালেই অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে গেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। যদিও বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে গতকালকেই ভারতের হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ তাতে সিলমোহর দেন অজিরা। তবে আজ একইসঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয় ভারতের তরুণরা। অন্যদিকে, দ্বিপাক্ষিক সিরিজে ভারতের মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছেও হেরে গিয়েছে।
আজ সকালে রোহিত, কোহলিদের লজ্জাজনক হারের পরেও ভারতীয় ক্রিকেট সমর্থকরা তরুণদের উপর ভরসা রেখেছিলেন। কিন্তু, বৈভব, আয়ূষরাও শেষমেশ হতাশ করলেন। রবিবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। একদিনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মহম্মদ রিজান হোসেন। এদিকে ভারতের হয়ে ২টি করে উইকেট নেন যুধাজিৎ গুহ, চেতন শর্মা এবং হার্দিক রাজ। জবাবে ব্যাটিং করতে নেমে লাগাতার উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ব্যাট হাতে ব্যর্থ হন বৈভব সূর্যবংশী, আয়ূষ মাত্রেরা। শেষমেশ মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ভারতের জবাবি ইনিংস। ৫৯ রানে ম্যাচটি হেরে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: অ্যাডিলেডে হেরে টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারবে ভারত?
অন্যদিকে, দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়া মহিলা দলের কাছেও আজ বড় ব্যবধানে হেরে যায় ভারতের মেয়েরা। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে অস্ট্রেলিয়ার মহিলা দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪৯ রানে শেষ হয়ে যায় হরমনপ্রীতদের ইনিংস। সিরিজের দ্বিতীয় এই ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়ে দেয় অজি মহিলা দল। অর্থাৎ, একই দিনে তিনটি আলাদা আলাদা ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। কাকতালীয়ভাবে আজও রবিবার। যে রবিবার দিনেই গতবছর বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ঘরের মাঠে হেরেছিল ভারত। সেই কারণে, রবিবার দিনটিকে সমর্থকদের একাংশ ‘অপয়া’ বলেই মনে করছেন।
দেখুন আরও খবর: