দিল্লি: ভারতের সবথেকে জনপ্রিয় খেলা হল ক্রিকেট। সেই কারণে ক্রিকেটের সমস্ত ফরম্যাটের বিশ্বকাপের আয়োজন করার সুযোগ এসেছে ভারতের কাছে। কিন্তু এখনও পর্যন্ত অলিম্পিক্সের আয়োজন করার সুযোগ আসেনি। তবে এবার শোনা যাচ্ছে যে, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ভারতের ক্রীড়া মন্ত্রক। সম্প্রতি, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) ২০৩৬ অলিম্পিক্স ও প্যারাঅলিম্পিক্স আয়োজনের আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ‘লেটার অফ ইনটেন্ট’ পাঠিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) ফিউচার হোস্ট কমিশনের কাছে। ১ অক্টোবর এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পুরীর সৈকতে জীবন্ত বিরাট! কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগে একাধিকবার অলিম্পিক্স আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অলিম্পিক্সে ক্রীড়াবিদদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতির আগ্রহ প্রকাশ করে বলেন, “ভারত ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। যারা আগে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন, তাঁদের অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয়ও আমরা অলিম্পিক কমিটিকে জানাতে চাই, যাতে আয়োজনে কোনও খামতি না থাকে”। এছাড়াও গত বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত ১৪১তম আইওসি সেশনে প্রধানমন্ত্রী মোদি ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেন।
দেখুন অন্য খবর: