কলকাতা: পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে (Bangladesh) রফতানি (Export) বন্ধ করল ভারত। শনিবার সকালের পর প্রতিবেশী দেশে রফতানি বন্ধ করা হয়েছে। আমদানি চলছে ধীর গতিতে। সে দেশ থেকে ভারতে আসা যাত্রীর সংখ্যাও কমেছে। পেট্রাপোল ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, শনিবার সকালে রফতানি শুরু হওয়ার পরে ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে রফতানি বন্ধ করা হয়েছে। পণ্য পাঠানোর জন্যে ওপারে পানাপোলের লোকজনের সঙ্গে গাড়ি নিয়ে যোগাযোগ করছিলাম। কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার জন্যে যোগাযোগ করা যায়নি। এর ফলে পণ্য কীভাবে পাঠানো হবে তা নিয়ে আতঙ্ক তৈরি হয়।
কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলন করছেন পড়ুয়ারা। পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘাতে শনিবার সকাল পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে বাংলাদেশে জারি করা হয়েছে কার্ফু। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তারই মধ্যে শনিবার সকালে সে দেশে পেট্রাপোলের মাধ্যমে ৩৫ ট্রাক পণ্য রফতানি করা হয়েছে। তারপরেই বন্ধ করা হয়েছে রফতানি।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল বিহার, সমস্যায় নীতীশ কুমার
আরও খবর দেখুন