নয়াদিল্লি: ভারত (India) তৃতীয় অর্থনীতির (Economy) দেশ হতে চলেছে। আগামী পাঁচ বছরের লড়াই হবে দারিদ্রের বিরুদ্ধে লড়াই। আগামী পাঁচ বছর হবে তারই নির্ণায়ক বর্ষ। যখন দেশ বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে। তখন ভারতীয়দের জীবনেরও পরিবর্তন হবে। বৈষয়িক স্ফূরণ হবে। রাজ্যসভায় বুধবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, বাবাসাহেব অম্বেডকরের জন্যই আজ আমরা রাজনীতিতে এসেছি। ভ্রমের রাজনীতিকে হারিয়ে ভরসার রাজনীতিতে আস্থা রেখেছেন মানুষ। এই লোকসভা ভোটের পরে দেশের মানুষের প্রতি আমার গর্ব বেড়ে গিয়েছে। আমাদের ১০ বছরের সরকার আরও ২০ বছর চলবে।
আরও পড়ুন: ওএমআর শিটের তথ্য সম্বলিত হার্ডডিস্ক পেশের জন্য সিবিআইকে নির্দেশ হাইকোর্টের
এদিন তাঁর বক্তব্যে কংগ্রেসকে আক্রমণ করেছেন মোদি। তিনি বলেন, কংগ্রেসে এখন পরজীবী যুগ শুরু হয়েছে। যেখানে ওরা একা লড়েছে সেখানে জিততে পারেনি। যেখানে ওরা আড়াল নিয়েছে সেখানে জিতেছে। কংগ্রেস সবচেয়ে বড় সংবিধান বিরোধী। ওরা যা খুশি তাই বলবে। আর জরুরি অবস্থা নিয়ে বললে বলে অনেক পুরনো কথা। কেন? পুরনো বলে তা নিয়ে কি আলোচনা করা যাবে না?
আরও খবর দেখুন