নয়াদিল্লি: মেডিক্যাল, জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি (Bangladesh) নাগরকিদের আপাতত ভিসা (Visa) নয়। জানিয়ে দিল বিদেশমন্ত্রক। গত অগাস্টে বাংলাদেশে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই সে দেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পুরোদমে ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে ভারত।
সময়ে ভিসা না পাওয়ায় গত ২৬ অগাস্ট ঢাকায় ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। স্লোগান ওঠে, এক দফা, এক দাবি, ভিসা চাই, ভিসা চাই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের মেডিক্যাল ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে। ভিসা প্রদানও স্বাভাবিক হবে।
আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়ে কলকাতার পথে অনুব্রত মণ্ডল
আরও খবর দেখুন