নয়াদিল্লি: প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। ইজরায়েলে (Israel) প্রবাসী ভারতীয়দের (Indian) নির্দেশ দিল ভারতীয় দূতাবাস। সশস্ত্র প্যালেস্তাইনের গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার খুনের বদলা নিতে ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রত্যাঘাতের নির্দেশ দিয়েছেন আয়াতোল্লা আলি খোমেইনি। এই প্রেক্ষিতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। ইজরায়েলের সব প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা দিল তেলআভিভের ভারতীয় দূতাবাস।
ইজরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে সেখানকার ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সরকার। এক্স হ্যান্ডলে ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই অঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইজরায়েলের সব ভারতীয় নাগরিককে সতর্ক থাকতে বলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, উড়ান যে কোনও সময় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নয়াদিল্লি তেলআভিভ উড়ান।
আরও পড়ুন: মণিপুরে বিজেপি সরকার ব্যর্থ, ফের হিংসা ছড়াল
আরও খবর দেখুন