নয়াদিল্লি: কোন দেশে কখন কি পরিস্থিতি তৈরি হয়, তা প্রায় সকলেরই অজানা থাকে। কিন্তু বিরুদ্ধ পরিস্থিতি হঠাৎ করেই উপস্থিত হয়। তখন সেই পরিস্থিতিকে মোকাবিলা করাটাই বড় বিষয়।
এই মুহূর্তেই সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে সিরিয়া (syria)। দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ (President Bashar al-Assad)। দেশের এই অবস্থায় চরম দুঃশ্চিন্তায় ছিল সেই দেশে কর্মরত ভারতীয়রা। কিন্তু এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াল ভারত সরকার। সিরিয়ায় এই অরাজকতার পরিস্থিতিতে সেই দেশে থাকা প্রায় ৭৫ জন ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে এল কেন্দ্র সরকার।
আরও পড়ুন: রেল অবরোধে গ্রেটার কোচবিহার, বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন
এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দামাস্কাস ও বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করেই ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সিরিয়া থেকে লেবাননে আনা হয়েছে।
সেখান থেকে তারা কমার্শিয়াল ফ্লাইটে ভারতে ফিরে আসবেন। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা কর্মসূত্রে সিরিয়া গিয়েছিলেন। সেখানে তারা সাইদা জাইনাবে ছিলেন। তাঁদের ও উদ্ধার করা হয়েছে।
শনিবার ভারত সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, সেখানে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়। বলা হয়েছিল, যাদের পক্ষে সম্ভব তাঁদের ফিরে আসতে। সিরিয়ায় কমপক্ষে ৯০ জন ভারতীয় ছিলেন। যারা এখনও পর্যন্ত ফিরতে পারেননি, তাঁদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তাঁর মৃত্যুর পরে ওই বছরই সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হন তাঁর ছেলে বাশার আল-আসাদ। অর্থাৎ পিতার গদিতেই বসেছিলেন পুত্র। টানা দুই যুগ ধরে (২৪ বছর) তিনি সিরিয়া শাসন করেন।
তাঁর আমলেই ২০১১ সালে সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় কয়েক বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহীদের দমন করতে সক্ষম হন বাশার আল-আসাদ। যদিও আনুষ্ঠানিক কোনও যুদ্ধবিরতি হয়নি।
দেখুন অন্য খবর: